বিএসএমএমইউয়ের ডিন নির্বাচন ৭ অক্টোবর
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১৮:৫৬
বিএসএমএমইউয়ের ডিন নির্বাচন ৭ অক্টোবর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ছয়টি অনুষদের ডিন নির্বাচন আগামী ৭ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ছয়টি অনুষদে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


৬ অক্টোবর, শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।


এতে বলা হয়েছে, নির্বাচনে বিএসএমএমইউয়ের ডিন নির্বাচনে নির্বাচন কমিশনের সভাপতির দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন অ্যান্ডোক্রাইন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম। কমিশনের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত রেজিস্টার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক।


জানা গেছে, ডিন নির্বাচনে মেডিসিন অনুষদের তিনজন, সার্জারি অনুষদের তিনজন, শিশু অনুষদের পাঁচজন, ডেন্টাল অনুষদের তিনজন, বেসিক সায়েন্স অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের তিনজন ও প্রিভেন্টিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এর মধ্যে মেডিসিন অনুষদে ১৫৩ জন, সার্জারি অনুষদে ১৮৫ জন, শিশু অনুষদে ৪৪ জন, ডেন্টাল অনুষদে ৩২ জন, বেসিক সায়েন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ৫৩ জন ও প্রিভেন্টিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদে সাতজন ভোটার রয়েছেন।


মেডিসিন অনুষদে মেডিসিন অনুষদের তিন প্রার্থী হলেন, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক ও একই বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফ্ফর আহমেদ।


সার্জারি অনুষদের তিন প্রার্থী হলেন, নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম ও জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী।


শিশু অনুষদের পাঁচ প্রার্থী হলেন, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়, শিশু বিভাগের অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নিওনেটোলজি বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম ও শিশু কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. তরিকুল ইসলাম।


ডেন্টাল অনুষদের তিন প্রার্থী হলেন, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ডোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগড় মোড়ল ও একই বিভাগের অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন ও সহযোগী অধ্যাপক ডা. মো. জয়নাল আবেদীন।


বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের তিন প্রার্থী হলেন, মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ডা. শিরিন তরফদার, একই বিভাগের অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ ও এনাটমি বিভাগের অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু। এছাড়াও প্রিভেন্টিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের একক প্রার্থী হলেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক।


নির্বাচন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউয়ের সব ধরনের কাজে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। সবার মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি, নার্সেস অ্যাসোসিয়েশন ও বিএমডিসির প্রতিনিধি স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ডিন নির্বাচনের পর শিক্ষক সমিতিরও নির্বাচন দেওয়া হবে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com