ঢাবিতে পালিত হবে জাতীয় কবির ৪৭তম মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১৬:০৪
ঢাবিতে পালিত হবে জাতীয় কবির ৪৭তম মৃত্যুবার্ষিকী
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত হবে।


আগামীকাল ২৭ আগস্ট, রবিবার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে বিশ্বদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।


কর্মসূচি অনুযায়ী আগামীকাল কলাভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে সকাল ৬:১৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।


পরে উপাচার্যের সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


আলোচনা সভায় নজরুল বিশেষজ্ঞ হিসেবে বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ স্মারক বক্তৃতা প্রদান করবেন।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।


বাংলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা কাওসার অনুষ্ঠান পরিচালনা করবেন।


এছাড়া, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ-এর নেতৃত্বে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ নজরুল সংগীত পরিবেশন করবেন।


জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল ২৭ আগস্ট বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্ৰীয় মসজিদ মসজিদুল জামিয়া’য় কোরানখানি অনুষ্ঠিত হবে।


বিবার্তা/ছাব্বির/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com