জাবিতে দুই দিনব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১৮:৩০
জাবিতে দুই দিনব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জাডস) ‘বঙ্গবন্ধু স্মারক জাডস আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা- ২০২৩’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। আগামী ১১ ও ১২ই আগস্ট দুইদিন ব্যাপী এ আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।


৯ আগস্ট, বুধবার বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমনরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা৷


আয়োজকরা জানান, ১১ আগস্ট শুরু হওয়া দুই দিনব্যাপী এই আয়োজনে থাকছে আন্তঃহল বাংলা এশিয়ান সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা ও আলোচনা সভা।


আন্তঃহল প্রতিযোগিতার এই লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ের ১৭ টি আবাসিক হল হতে ১ টি করে দল অংশগ্রহণ করবে৷


ট্যাব পদ্ধতির মাধ্যমে ১১ আগস্ট (শুক্রবার) টিএসসিতে বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক পর্বের মধ্যে দিয়ে এই আয়োজনের সূচনা হবে।


তিন রাউন্ড ট্যাব এর মাধ্যমে শ্রেষ্ঠ চারটি দলকে সেমিফাইনালের জন্য এবং সেমিফাইনাল থেকে দুইটি দলকে আন্তঃহল বিতর্কের শ্রেষ্ঠত্বের ফাইনালের জন্য বেছে নেয়া হবে।


অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা’ আয়োজিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেকোন বৈধ শিক্ষার্থী উক্ত আয়োজনে অংশগ্রহন করতে পারবেন।


একই দিনে বঙ্গবন্ধু বিষয়ক আলোচনা সভা এবং আন্তঃহল বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হবে। সমাপনী আয়োজন ও পুরস্কার বিতরণী শেষে এই আয়োজনের পর্দা নামবে।


সংগঠনের সভাপতি মীর হা‌সিবুল হাসান রিশাদ‌ বলেন, ‘আমাদের এ বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন জাতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে। ফাইনালে বঙ্গবন্ধুর জীবন দর্শন ভাবনা নিয়ে মোশন থাকবে। ফাইনালে যারা চ্যাম্পিয়ন ও রানার্স আপ হবে তাদের জন্য ক্রেস্টের পাশাপাশি বঙ্গবন্ধুর বই উপহার হিসেবে থাকবে৷ আশা করি এ আয়োজনে শিক্ষার্থীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করবে৷’


সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। এছাড়া আরও উপস্থিত থাকবেন প্রো-ভিসি, প্রক্টর এবং সকল হলের প্রাধ্যক্ষগণ উপস্থিত থাকবেন।


বিবার্তা/আয়েশা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com