ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভাষা শহিদ আবুল বরকতের ম্যুরাল উদ্বোধন
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১৭:০৪
ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভাষা শহিদ আবুল বরকতের ম্যুরাল উদ্বোধন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভাষা শহিদ আবুল বরকতের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সোমবার, ১২ জুন সামাজিক বিজ্ঞান ভবনস্থ বিভাগীয় করিডোরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ম্যুরাল উদ্বোধন করেন।


রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকল ভাষা সৈনিক ও ভাষা শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ১৯৪৮ সালের ১১ মার্চ কারারুদ্ধ হয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ভাষা আন্দোলনসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে তিনি বলেন, এসব আন্দোলনে ভাষা শহিদ আবুল বরকতের মতো অসংখ্য মেধাবী ছাত্রকে জীবন দিতে হয়েছে। ভাষা শহিদ আবুল বরকতের ম্যুরাল নতুন প্রজন্মের মাঝে অসাম্প্রদায়িক এবং মানবিক মূল্যবোধ, দর্শন ও চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ভাষা শহিদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।


বিবার্তা/ রাসেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com