শিক্ষা
‘শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার বিকাশ ঘটাতে দাবা ও ক্যারম খেলা সহায়ক’
প্রকাশ : ২৭ মে ২০২৩, ২১:০২
‘শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার বিকাশ ঘটাতে দাবা ও ক্যারম খেলা সহায়ক’
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার বিকাশ ঘটাতে দাবা ও ক্যারম খেলা সহায়ক ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। ঢাবি'র 'আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


শনিবার (২৭মে) ঢাকা বিশ্ববিদ্যালয় 'আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা- ২০২৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে।


পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার বিকাশ ঘটাতে দাবা ও ক্যারম খেলা সহায়ক ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে পড়াশুনায় মনোনিবেশ সহজ হয় বলে উল্লেখ করেন তিনি।


শিক্ষার্থীদের মধ্যে পৃথকভাবে অনুষ্ঠিত আন্তঃহল দাবা প্রতিযোগিতায় ফজলুল হক মুসলিম হল এবং শামসুন নাহার হল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স-আপ হয়েছে হাজী মুহম্মদ মুহসীন হল এবং রোকেয়া হল।


ছাত্র-ছাত্রীদের মধ্যে আন্তঃহল ক্যারমে একক ও দ্বৈত উভয় প্রতিযোগিতায় স্যার এ এফ রহমান হল এবং শামসুন নাহার হল চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্রদের এককে রানার্স-আপ হয়েছে বিজয় একাত্তর হল এবং দ্বৈতে রানার্স-আপ হয়েছে জিয়া হল। ছাত্রীদের একক ও দ্বৈত উভয় প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল।



বিবার্তা/ওমর ফারুক/রোমেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com