সিইডিপি’র শিক্ষক প্রশিক্ষণ শুরু
প্রকাশ : ০৭ মে ২০২৩, ১৩:৪৮
সিইডিপি’র শিক্ষক প্রশিক্ষণ শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কলেজ শিক্ষার মানোন্নয়নে গৃহীত কলেজ অ্যাডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় সশরীরে শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।


রবিবার (৭ মে) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) লেকচার গ্যালারি-১ এ এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজের ১২০ জন শিক্ষক প্যাডাগোজিভিত্তিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


শিক্ষার্থীদের পাঠদানের নানা কৌশল ও পদ্ধতি শেখানোর এ প্রশিক্ষণ চলবে ৪ মাসব্যাপী। ৪০ জন করে ৩ ব্যাচে এ প্রশিক্ষণের মডিউল সাজানো হয়েছে।


প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার, বিশেষ অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ। এ প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিমরানজিট কাউর জজ, ড. সুরিয়া সেলাসি বিনতে এনজিত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিইডিপির উপ-প্রকল্প পরিচালক আব্দুর রহমান ।


বিবার্তা/ রাসেল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com