কালুখালীতে রেশম চাষিদের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১৩:৪৮
কালুখালীতে রেশম চাষিদের প্রশিক্ষণ কর্মশালা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর কালুখালীতে রেশম চাষিদের প্রশিক্ষণ, তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


১৮ মে, শনিবার সকালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের আয়োজনে কালুখালী উপজেলা পরিষদের হল রুমে রেশম চাষিদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


প্রশিক্ষণ কর্মশালা বক্তারা বলেন, অন্য ফসল চাষ থেকে রেশম চাষ লাভজনক। তাই অধিক জমিতে রেশম চাষের পরামর্শ দেন। এই চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে বিভিন্ন প্রণোদনার দেওয়ার আশ্বাস দেয়। প্রান্তিক রেশম চাষীদের তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেন।


এছাড়াও তথ্য অধিকার আইন সম্পর্কে আলোচনা করে। এসময় বিভিন্ন চাষি তাদের সাফল্যের গল্প করেন।


কর্মশালায় ঝিনাইদহ আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আনওয়ার হোসেন।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক মোহাম্মদ এমদাদুল বারী, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রধান মনিটরিং কর্মকর্তা মো. নাসির উদ্দীন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সুমন ঠাকুর ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান (মজনু), মদাপুর সূর্যদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ।


প্রশিক্ষণ কর্মশালায় কালুখালী উপজেলার অর্থ শতাধিক নারী-পুরুষ রেশম চাষি অংশগ্রহণ করেন।


বিবার্তা/মিঠুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com