আগামী ২৬ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার। সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ অফার। বৃহস্পতিবার ঝড়বৃষ্টি উপেক্ষা করে কোনোভাবে অফিসে পৌছাতে পারলেই পাবেন বিশেষ ছুটির অফার! অফিসে গিয়ে হাজিরা কার্ড পাঞ্চ করলে অফিস হয়ে গেলো। এরপর গল্পগুজব, চা ও দুপুরের খাবার - এই তো বেশ বেজে গেলে বেলা তিনটা।
এভাবে বলতে বলতে অফিসের মাঠ ফাঁকা । সন্ধ্যার পরে দেখা যাবে ঢাকার রাস্তাও ফাঁকা।
শুক্র-শনি দু'দিন তো এমনিতেই ছুটি। রবিবার বুদ্ধপূর্ণিমার ছুটি। টানা তিনদিন ছুটি কাটিয়ে দিবেন আরামে। এমনিতে কালবৈশাখীর মাস। যেকোনো মুহূর্তে ঝড়বৃষ্টি হতে পারে। তাই রবিবার সকালে ঘুম থেকে উঠে অফিস বসকে ফোন দিবেন, হ্যালো বস, কেমন আছেন?
বস : ভালো। কোথায় আছেন?
বস, আমাদের এখানে খুব ঝড় হয়েছে। রাস্তায় গাছ ভেঙ্গে পড়েছে। আজ কোনো গাড়ি কিংবা লঞ্চ যাচ্ছে না।
বস : ঠিক আছে।
পহেলা মে ২০১৮, মঙ্গলবার, মহান মে দিবসের ছুটি। বুধবার শব-ই বরাতের বন্ধ। চার দুয়ে ছয়। চলে এলো আবার বৃহস্পতিবার। বুধবার রাতে বসকে ফোন দিয়ে পারিবারিক আলাপ শুরু করবেন। বাসার সবার খোঁজখবর নিবেন। বিশেষ করে তার ছেলে-মেয়ের খবর বেশি নিবেন। তখন একপর্যায় বলবেন আপনার ছেলেমেয়ের কথা, আমার ছোট্ট বাবুটার একটু সমস্যা, কাল সকালে… নিয়ে যাবো।
খুব স্বাভাবিক। এই ঝড়বৃষ্টিতে সাধারণত কমবেশি বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। আপনার বস ছোট্ট বাবুর কথা শুনে বলবেন, ঠিক আছে বাবুকে ডাক্তার দেখা্ তারপরে আসেন।
''ডাক্তার দেখানোর'' পরে বেলা ২-৩টা। এরপর ফোন করে বলবেন, ডাক্তার দেখানো শেষ এখন কি আসবো?
বস ঘড়ি দেখে বলবেন, থাক, আজ আসতে হবে না। পেয়ে গেলেন ওই দিনেরও ছুটি।
পরদিন শুক্র ও শনিবার বন্ধ। ৫ মে রবিবার। আর কোনো উপায় নেই গোলাম হোসেন। অফিস করতেই হবে। তা হোক। এর মধ্যেই তো আপনি পেয়ে গেলেন লম্বা এক ছুটি - ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত।
সোহেল চৌধুরীর ব্লগ থেকে
বিবার্তা/হুমায়ুন/মৌসুমী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]