মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সমাবেশস্থল, ঘুরে যাচ্ছে যানবাহন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১২:৩১
মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সমাবেশস্থল, ঘুরে যাচ্ছে যানবাহন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী নানা কর্মসূচি ও উৎসবের আয়োজন করা হয়েছে। এতে করে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উভয়পথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, অ্যাভিনিউজুড়ে সমাবেশের প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই অনেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।


যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক পুলিশ বিভিন্ন পয়েন্টে ডাইভারশনের ব্যবস্থা নিয়েছে। খামারবাড়ি মোড়ে ফার্মগেট থেকে মানিক মিয়া হয়ে মিরপুর রোডে যাওয়ার গাড়িগুলোকে আগারগাঁওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একইভাবে আগারগাঁও থেকে ফার্মগেটমুখী গাড়িগুলোও বিকল্প পথ দেখানো হচ্ছে।


আড়ং মোড়ে শ্যামলী ও মোহাম্মদপুর থেকে আসা গাড়িগুলো শুক্রাবাদের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাপা প্লাজার সামনে থেকে অনেক যানবাহন ইউটার্ন নিয়ে ধানমন্ডি বা শ্যামলীর দিকে চলে যাচ্ছে।


এদিকে, যারা সমাবেশে অংশ নিতে এসেছেন তারা যান চলাচল বন্ধ থাকায় খামারবাড়ি ও আড়ং মোড় থেকে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে এগিয়ে যাচ্ছেন। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকাজুড়ে কঠোর নজরদারিতে রেখেছেন।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, বিকেল পর্যন্ত এসব এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। পাশাপাশি, নাগরিকদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষ হলে ধাপে ধাপে যান চলাচল স্বাভাবিক করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com