
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক, অবৈধ সার ও শিশু খাদ্য বিক্রির অভিযোগে তিনটি ব্যাবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা ও বড় বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জানায়, অভিযানে শিশু খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, সার ও বীজসহ বিভিন্ন পণ্য তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় কুলচারাস্থ মকবুল হোসেনের মালিকানাধীন মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অবৈধভাবে সার বিক্রি ও প্রয়োজনীয় ভাউচার সংরক্ষণ না করায় একই আইনের ৪৫ ধারায় আনোয়ার হোসেনের মেসার্স সাকিব ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, অবৈধ শিশু খাদ্য বিক্রির দায়ে ৩৭ ও ৪৫ ধারায় নিচের বাজার এলাকার নাজমুল হকের মেসার্স আক্কাস স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট বাজারগুলোর ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, বীজ ও ওষুধ বিক্রি না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]