
টাঙ্গাইল সদর (৫) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদের সমর্থনে ১১ দলীয় জোটের যৌথ ঘোষণা ও নির্বাচনী কাজে বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের হলরুমে সদর আসন নির্বাচন কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ। তিনি টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি কর্তৃক জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনী কাজে বাধা প্রদানের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
তিনি বিশেষভাবে গত ২৬ জানুয়ারি গোপালপুর উপজেলায় মহিলা জামায়াতের কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় তিনি টাঙ্গাইল সদর, গোপালপুর, ধনবাড়ি, ঘাটাইল, ভূঞাপুর ও কালিহাতীসহ বিভিন্ন উপজেলায় বিএনপির পদধারী নেতাদের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট অভিযোগ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহসান হাবীব মাসুদ বলেন, প্রতিটি উপজেলায় লিখিত অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এভাবে নির্বাচনী কাজে বাধা সৃষ্টি করলে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। ৫ আগস্টের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— জামায়াতের জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, মুফতি আব্দুর রহমান মাদানি, এবি পার্টির জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আলাউদ্দিন খালিদ, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]