
ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তরুণদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯ টায় কোটচাঁদপুর উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. এনামুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোহেল রানা প্রমূখ।
বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তরুণদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন। সেসময় তরুণ শিক্ষার্থীরা জুলাই বিপ্লবকে মর্যাদা দিতে হ্যাঁ ভোটের পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বেলা সাড়ে ১০ টার দিকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজ মিলনায়তনে নির্বাচনের দায়িত্ব পালনে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৮০৪ জন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
জেলা নির্বাচন অফিসার আবুল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ।
এতে পুলিশ সুপার মাহফুজ আফজাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান সহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে কোটচাঁদপুর উপজেলার ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ২৪৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪৯৮ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেন।
এসময় ভোটগ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]