বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের প্রতি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে: খোকন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:০০
বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের প্রতি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে: খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, আগামী দিনে জনগণ যদি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ সম্মান ও রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।


শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়া তামিমের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেন।


খায়রুল কবির খোকন বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত বাংলাদেশ ও গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, তাদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখার মধ্যেই শহীদ পরিবারগুলোর জন্য সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।


তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে গুম, খুন, নির্যাতন ও মিথ্যা মামলা হয়েছে, ভবিষ্যতে কেউ যদি জনগণের আকাঙ্ক্ষা ও শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে, তাহলে তাদের পরিণতিও একই হবে। ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে কেউ যদি আবার স্বৈরাচারী একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করে, তবে জনগণ তা মেনে নেবে না।


বিএনপি ক্ষমতায় এলে জনগণের ওপর কোনো অন্যায়-অত্যাচার হবে না উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন হবে, চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে। লুটপাট ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। একজন ফার্স্ট সিটিজেন হিসেবে নাগরিকদের সাংবিধানিক অধিকার বাস্তবায়নে কোনো বাধা সৃষ্টি করা হবে না।


পরে শহীদ তাহমিদ ভূঁইয়া তামিমের কবর জিয়ারত শেষে চিনিশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানো হয়।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com