
সাভারের বিরুলিয়া এলাকায় রাতের আধারে একটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় একটি প্রাইভেট কারের চালক গাড়ি না থামিয়ে ঝুঁকি নিয়েই গাড়িটি নিয়ে নিরাপদে সড়ে যাওয়ার চেষ্টা করায় পেছন দিক থেকে হামলা চালিয়ে গাড়িটিও ভাংচুর করে ডাকাতরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের রাজাশন-বিরুলিয়া সড়কের কালিয়াকৈর বড়ঢালে এই ঘটনা ঘটে। ইতোমধ্যে প্রাইভেট কারের ড্যাশ ক্যামেরায় রেকর্ড হওয়া ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সেদিন রাতে ডাকাতদের কবলে পড়া প্রাইভেটকারে থাকা বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলালের ছেলে ফয়সাল মাহমুদ অর্ণব বলেন, সেদিন রাতে আমরা সবাই সাভারের কর্ণপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ছিলাম।
আকরাইনে নিজ বাড়ী ফেরার জন্য আমরা রাজাশন-বিরুলিয়া সড়ক ধরে কালিয়াকৈর বড়ঢাল এলাকার কাছাকাছি পৌছালে দেখি সড়কে একটি ট্যাংকার লড়ি ও তার পেছনে একটি অটোরিকসা দাড়িয়ে আছে। এসময় সামনের দিক থেকে দেখি মুখ বাধা কয়েকজন গাড়ির দিকে এগিয়ে আসছে, তাদের হাতে রামদা ছিল। এসময় গাড়ি একটু স্লো করে দ্রুত গাড়ির দরজা জানালা লক করে তাদের পাশ কাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করা হয়। সামনে এগিয়ে দেখি সড়কের উপর গাছ ফেলে রাখা। পরে গাছের উপর দিয়েই গাড়ি চালিয়ে কোনরকমে ওই স্থান ত্যাগ করে আমাদের চালক।
ভুক্তভোগী অর্ণব আরও বলেন, ডাকাতরা আমাদের কাছ থেকে কিছু নিতে পারেনি, তবে এঘটনায় আমরা বেশ আতঙ্কিত হয়ে পড়ি। "ডাকাতরা এসময় গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করার সময় গাড়িও ভাংচুর করে। তারা গাড়ির বা পাশের দরজা ভাঙ্গার পাশাপাশি গাড়ির পেছনেও ভাংচুর করে"।
এবিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমীন বলেন, ঘটনাস্থল থেকে ৫০০ গজ দুরত্বেই আমরা টহলে ছিলাম। হঠাৎ লক্ষ্য করি সড়কে যানবাহনের ফ্লো থেমে গেছে। বিষয়টি বুঝতে ওই স্পটে এগিয়ে গিয়ে দেখি গাছের ডাল ফেলে গাড়ি আটকে দেওয়া হয়েছে। এসময় দ্রুত বাশি বাজানোর পাশাপাশি দুর্বৃত্তদের ধরার চেষ্টা করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
তিনি বলেন, আমরা কালিয়াকৈর ঢালে, অর্থাৎ ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাকসহ আরও দুটি গাড়িকে সেখানে আটক থাকতে দেখি। যদিও পুলিশ তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাওয়ায় ডাকাতরা কারো কাছ থেকে কিছু নিতে পারেনি। মূলত ওরা সড়কটিতে গাছে ডাল ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। ডাকাতরা সংখ্যায় ৪ জন ছিল বলেও জানান পুলিশের এক কর্মকর্তা। তবে এঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, "যদিও কেউ এখানো এবিষয়ে কোন লিখিত অভিযোগ দেননি, তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি"।
স্থানীয়রা জানান, সাভারের রাজাশন-বিরুলিয়া সড়কে প্রায় রাতে ডাকাতির ঘটনা ঘটে। রাত ৮-৯টার পর থেকে ভোররাত পর্যন্ত সড়কটিতে আতঙ্ক বিরাজ করে। অনেকেই রাতে ওই সড়ক এড়িয়ে চলেন। তবে মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা তৎপর হলেও পরবর্তীতে নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে সড়কটিতে চলাচলকারীরা আতঙ্কের মধ্যেই থাকেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]