এদেশের সংস্কার করে ক্ষমতার ভারসাম্য সমহারে প্রতিষ্ঠা করতে হবে: জোনায়েদ সাকি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ২০:৩৯
এদেশের সংস্কার করে ক্ষমতার ভারসাম্য সমহারে প্রতিষ্ঠা করতে হবে: জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত জোট প্রার্থীর উদ্যোগে নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও যুগপৎ আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন।


পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক পি.এস.সি।


তিনি বলেন, সাকি আমাদের বাঞ্ছারামপুরের জন্য সৌভাগ্যের প্রতীক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি।


তিনি বলেন, অভ্যুত্থান রায় দিয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদী কিংবা জমিদারিত্ব আর কেউ কায়েম করতে পারবে না। এদেশের সংস্কার করে ক্ষমতার ভারসাম্য সমহারে প্রতিষ্ঠা করতে হবে। তার জন্যই আমাদের নির্বাচন দরকার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম, খুন ও পুলিশি গুলিতে নিহত শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।


তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরে বিএনপির কর্মী ও ছাত্রদল নেতা নয়নসহ সকল শহীদের স্মরণ করে জুলাই-আগস্টে ছাত্র শ্রমিক জনতার রক্তদানের ধারাবাহিকতায় রাষ্ট্র পুনর্গঠনের যে ক্ষেত্র তৈরি হয়েছে। তা এগিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এছাড়াও তিনি বাঞ্ছারামপুরবাসীকে বিএনপি জোট সমর্থিত মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ম.ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জালাল উদ্দিন বাদল, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, সাবেক আহ্বায়ক ভিপি মুজিব প্রমুখ।


বক্তারা তাদের বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের পছন্দের সরকার গঠনের লক্ষ্যে বিএনপি সমর্থিত জোট প্রার্থী জোনায়েদ সাকিকে ‘মাথাল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিবার্তা/নিয়ামুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com