
গাজীপুরের টঙ্গীর দুটি বস্তিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে যৌথবাহিনীর দুটি দল টঙ্গীর এরশাদ নগর বস্তি ও হাজী মাজার বস্তিতে এ অভিযান চালায়। অভিযানে হেরোইন, ইয়াবা, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে আটটায় টঙ্গীর হাজী মাজার বস্তিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার ভোরে যৌথবাহিনীর পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচশ গ্রাম হেরোইন, ৩৪৭টি ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে আমরা টঙ্গীর দুটি বস্তিতে অভিযান পরিচালনা করেছি। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা জব্দ করা হয়েছে।
পরে তাদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে মামলা শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]