
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দিনেই প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে প্রার্থীদের গণসংযোগে সরব হয়ে উঠে রাজনৈতিক অঙ্গন।
রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারুন অর রশিদ পাংশা উপজেলার বাহাদুরপুরে তার মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এসময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া চান এবং গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপির এই প্রার্থী।পরে তিনি উপজেলার বাহাদুরপুর ও মাছপাড়া ইউনিয়নের ১৪ টি স্থানে গণসংযোগ করেন।
অন্যদিকে দল থেকে বহিস্কৃত বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. নাসিরুল হক সাবু পাংশা পৌর শহরের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজবাড়ী-২ আসন থেকে প্রতিদ্বন্দিতা করছি। বিগত দিনে এই আসনের সাবেক সংসদ সদস্য ছিলাম। আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে। তারা আমাকে বিশ্বাস করে, আমার সাথে আছে। সাধারণ এই মানুষদের আমি দূরে ঠেলে দিতে পারি না। তাদের সাথে আমি আছি, ভবিষ্যতেও থাকবো।পরে তিনি পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুরাদ বিশ্বাসের বাড়িতে উঠান বৈঠক করেন।
এদিকে জাতীয় নাগরিক পার্টি প্রার্থী জামিল হিজাযী সকালে পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে আসেন। সেখানে উপজেলা পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাদের সহযোগিতা কামনা করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি বলেন, আমার রাজনীতির বয়স ১০ মাস। অথচ এই আসনের অনেক প্রার্থী আছেন যাদের রাজনীতির বয়স আমার বয়সের সমান। নির্বাচনের বাকি আর মাত্র ২০ দিন। অথচ এই আসনে পৌরসভাসহ ইউনিয়ন পরিষদ আছে ২৫ টি। এক ইউনিয়নে একদিন করে গেলেও সব ইউনিয়ন কাভার করা সম্ভব না। আমি বিশ্বাস করি জনগণ যোগ্য প্রার্থী দেখে ভোট দেবে।
রাজবাড়ী-২ আসন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টির, সাংস্কৃতিক মুক্তিজোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্রসহ ৮ প্রার্থী অতীত দ্বন্দ্বিতা করছেন।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]