
সাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এসময় হাত বোমা তৈরির সরঞ্জাম, পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর রাতে সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কৃষ্ণনগর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মাহাবুবুর মোড়ল, একই এলাকার মৃত আলী বকস গাজীর ছেলে শহিদুল গাজী।
কালিগঞ্জ সেনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প এর একটি দল এবং পুলিশ এর একটি দল যৌথভাবে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে ডাকাত দলের একজন শীর্ষ সহযোগীকে হোসেনপুর গ্রামে নিজ বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তারই দেওয়া তথ্যের ভিত্তিতে অপর একজন ঘনিষ্ঠ সহযোগীকে কৃষ্ণনগর গ্রামে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের তল্লাশি করে পিস্তল এর ম্যাগাজিন, বিস্ফোরক এবং হাত বোমা বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সেনা ক্যাম্প আরও জানায়, কালিগঞ্জে ইয়ার আলী এবং বাহার আলী নামের দুই দুর্ধর্ষ ডাকাত দীর্ঘদিন স্থানীয়দের অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে বড় অংকের চাঁদা আদায় করে আসছে। ইয়ার আলী এবং বাহার আলী হাত বোমা বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে কালিগঞ্জ এর কৃষ্ণনগর ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গ্রেফতারকৃতরা ওই দুই ডাকাতের সহযোগী। তাদেরকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/সেলিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]