
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে একটি ওয়ানশুটার গানসহ ২টি অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দৌলতপুর সদর ইউনিয়নের চক দৌলতপুর ইনসানমোড় এলাকার মোকলেছুর রহমানের বাঁশবাগানে তল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়। অপরদিকে একই একইদিন বিকেল ৩টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নওদাপাড়া মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধার হওয়া অস্ত্রের সাথে জড়িতদের গ্রেফতার বা শনাক্ত করা সম্ভব না হলেও এ ঘটনায় দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পৃথক ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
করা হবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]