সারাদেশ
জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব : ফরহাদ মাজহার
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০১:০৩
জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব : ফরহাদ মাজহার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন, বিশিষ্ট কবি ও ভাবুক ফরহাদ মাজহার।


মঙ্গলবার (২০ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দিতে দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।


আয়োজক ও উদ্দেশ বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন, স্বাস্থ্য আন্দোলন ও গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চের যৌথ উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। মূলত প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই ছিল এই কর্মসূচির লক্ষ্য।


কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ফরহাদ মাজহার বলেন, জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। আমরা এই ক্যাম্পের মাধ্যমে দেখাতে চাই যে, সদিচ্ছা থাকলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া কঠিন কাজ নয়। কিন্তু রাষ্ট্র এখন জনগণের উদ্যোগকে উৎসাহিত করার বদলে ক্ষমতা কুক্ষিগত করতে বেশি ব্যস্ত। তিনি বর্তমান প্রেক্ষাপটে গণ-অভ্যুত্থানের চেতনা সুরক্ষায় জনসেবামূলক কাজের ওপর গুরুত্বারোপ করেন।


ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন, মেজর (অব.) আহমেদ ফেরদৌস, কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দরিয়াদৌলত ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ঝান্টু সরকার, আসলাম সরকার, যুবদল নেতা দেলোয়ার হোসেন এবং বদিউল আলম বাদলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com