
ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ফেসবুকে দেওয়া বক্তব্যে ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনের নির্যাতন, কারাবরণ ও নানা ধরনের জুলুমের শিকার হয়েছেন তিনি। এরপরও পিছিয়ে যাননি।
তিনি আরও বলেন, ইসলামের বৃহত্তর স্বার্থ, উম্মাহর ঐক্য এবং দেশ ও জনকল্যাণের কথা বিবেচনা করেই তিনি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে জোটের শরিক দল এনসিপির মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলামকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।
বিবার্তা/সাজ্জাদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]