
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণায় সেই দিন হতাশাগ্রস্ত বাঙালি জাতিকে আশার আলো দেখিয়েছিল বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
সোমবার (১৯শে জানুয়ারি) রাতে নিজ বাড়ী নবাবগঞ্জে মতিহারা গ্রামে এই দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চের ভয়াল রাতের ঘটনার পরের ২৬ মার্চ বালুরঘাট থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রথমে তিনি রাষ্ট্রপতি হিসেবে এবং পরে শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের ঘটনা সম্পর্কিত তাজউদ্দিন আহম্মেদ, মহিউদ্দিন, আ স ম রব এর লিখা বই থেকে স্পষ্টভাবে জানা গেছে স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনিই স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
পরে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে এবং হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াত এর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ছেলে আরাফাত রহমান রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ ভয়াল রাতের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বার বার বলা হয়েছিল বক্তব্য দিবেন না, গ্রেফতার হতে পারেন। কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করে, হতাশাগ্রস্ত বাঙালি জাতিকে আশার আলো দেখানোর জন্য তিনি সবকিছু উপেক্ষা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এসময় তাকে সবচেয়ে বেশি সাহস জোগায় ছিলেন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তী শহীদ জিয়াউর রহমানের আদর্শে তিনি বিএনপির চেয়ারপার্সন হন এবং তিনবারের প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেছেন। ঠিক একইভাবে দেশনায়ক তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে চেয়ারপার্সনের দ্বায়িত্ব পালন করছেন। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে এবং সাধারণ মানুষের সাথে মিশতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় সুনিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ!
এসময় আরও বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, ঘোড়াঘাটে পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, বিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির নেতা ফতেহ আলী সহ সাত ইউনিটের নেতৃবৃন্দ।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]