টাঙ্গাইলে যুবদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৫:৫০
টাঙ্গাইলে যুবদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে টাঙ্গাইলে ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২০ জানুয়ারি ) দুপুরে টাঙ্গাইল শহর উত্তাল হয়ে ওঠে। দুপুরে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন মোড় ও সড়কে স্লোগান দিতে দিতে অগ্রসর হয়। পরে মিছিলটি শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।


সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক একে এম আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবিদ হোসেন ইমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি তথাকথিত সিন্ডিকেটের সিদ্ধান্তে জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহিষ্কার করা হয়েছে। তারা দাবি করেন, বিগত সময়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে বাবুর ভূমিকা ছিল সাহসী ও অগ্রণী। জীবনের ঝুঁকি নিয়ে তিনি শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলেন। এমন একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে বহিষ্কার করা দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন বক্তারা।


নেতারা আরও বলেন, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত সংগঠনের ঐক্য ও আন্দোলনকে দুর্বল করে দেবে। অবিলম্বে বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহালের দাবি জানান তারা। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।


উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদেই টাঙ্গাইলে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com