
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইপক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে আফরোজ মিয়া হত্যা মামলায় অভিযুক্ত ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শালগাঁও কালিসীমা স্কুল ও কলেজের মাঠে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার মামলা নং-৩১, পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইপক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে আফরোজ মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৯নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন- আসাদ মিয়া (৪০), পিতা- কনঠু মিয়া, দেওড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
উল্লেখ্য যে, উক্ত মামলার এজাহারনামীয় ০৩ জন আসামিকে র্যাব-৯ কর্তৃক গ্রেফতার করা হয়েছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/মনিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]