কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:০২
কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রাম সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা।


রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।


বিজিবি জানায়, সদর দপ্তরের সুস্পষ্ট নির্দেশনার আলোকে ‘জিরো টলারেন্স’ নীতিতে পরিচালিত অভিযানে গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চার বীজ এবং বিভিন্ন প্রকার কসমেটিকসসহ অবৈধ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। সীমান্তবর্তী এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।
বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com