
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জেলা পরিষদ সদস্য ইমান উদ্দিন চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ারগান ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনি।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা দক্ষিণ তারুয়া গ্রামের নিজবাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। এসময় যৌথবাহিনির উপস্থিতি টের পেয়ে ইমান উদ্দিন চৌধুরী ও তার ছোট ভাই আলাল উদ্দিন চৌধুরী বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়।
এর আগে গত বছরের ১০মে দক্ষিণ তারুয়া গ্রামে যৌথবাহিনি অভিযান চালিয়ে তার বসত ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ জেলা পরিষদ সদস্য ইমান উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল।
আশুগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. মিনহাজুর রহমান সাজিদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। পরে আইনি কার্যক্রমের জন্য উদ্ধারকৃত অস্ত্র আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো শফিকুল ইসলাম জানান উদ্বার করা অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় জিডি করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]