হাকিমপুরে শ্রেষ্ঠ শ্রেণী সহকারি শিক্ষক হলেন মোশাররফ হোসেন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০০:৩২
হাকিমপুরে শ্রেষ্ঠ শ্রেণী সহকারি শিক্ষক হলেন মোশাররফ হোসেন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬ উৎযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে ( স্কুল, কলেজ ও মাদ্রাসা) দুই জনকে শ্রেষ্ঠ শিক্ষক ও একজন শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক নির্বাচিত হয়েছেন।


দ্বিতীয় বারের মতো স্কুল ক্যাটাগড়িতে বাশঁমুড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শ্রেণী সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, মাদ্রাসা ক্যাটাগড়িতে ছাতনী রাউতারা জি এম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ হায়দার আলী ও স্কাউট শিক্ষক ক্যাটগড়িতে নন্দিপুর ডি এস দাখিল মাদ্রাসার মো. মনজুরুল ইসলাম।


গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬ উৎযাপন কমিটির বিচারক মন্ডলী উপজেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আশরাফুল ইসলাম।


তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬, উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে (স্কুল, কলেজ ও মাদ্রাসা) পর্যায়ে দুই জন ও স্কাউটস ক্যাটাগরিতক ১ জনকে শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক নির্বাচিত করেছেন।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com