
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সনদহীন এক ভূয়া চিকিৎসককে জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার তন্তর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযান প্রসঙ্গে ইফতেখারুল আলম রিজভী জানান, স্থানীয় বাজারের নয়ন ফার্মেসির মালিক নারায়ণ চন্দ্র পাল দীর্ঘদিন ধরে তন্তর বাজারে নিজ দোকানে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে নয়ন ফার্মেসিতে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় তাকে আটক করা হয়।
তিনি ব্যবস্থাপত্রে মেডিক্যাল প্র্যাকটিশনার, ডিপ্লোমা ইত্যাদি লিখে রেখেছেন এবং ডাক্তারও লিখেছেন। অথচ তার কাছে কোনো সনদ নেই। এ অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় নারায়ণ পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]