গোবিন্দগঞ্জে মুদি দোকানে ইয়াবা বিক্রি, গ্রেফতার ১
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০০:৫৫
গোবিন্দগঞ্জে মুদি দোকানে ইয়াবা বিক্রি, গ্রেফতার ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুদি দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে মাদকসহ বিচিত্র বর্মণ (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে পৌর শহরের গরুহাটি এলাকায় উপজেলা রোডের পাশে মুদি দোকান থেকে ১০২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার বিচিত্র বর্মণ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কোচমর্দন বাড়াইপাড়া (পারগয়রা) এলাকার স্বর্গীয় সত্যনন্দ বর্মণের ছেলে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের বিশেষ দল (মঙ্গলবার) দুপুরে পৌরসভার গরুহাটি এলাকায় একটি মুদি দোকানে অভিযান চালানো হয়। তল্লাশিকালে দোকানের ভিতরে থাকা একটি স্বচ্ছ প্লাস্টিকের বক্স উদ্ধার করা হয়। উক্ত বক্সের মধ্যে নীল রঙের পলিথিনের ভিতরে লুকানো অবস্থায় ১০২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় মাদকসহ বিচিত্র বর্মণকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com