ইন্দুরকানীতে তিন ইউপি চেয়ারম্যানসহ অর্ধশতাধিক ইউপি সদস্যের বিএনপিতে যোগদান
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৯:৩২
ইন্দুরকানীতে তিন ইউপি চেয়ারম্যানসহ অর্ধশতাধিক ইউপি সদস্যের বিএনপিতে যোগদান
ই্ন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে তিন ইউপি চেয়ারম্যান সহ অর্ধশতাধিক ইউপি সদস্যরা বিএনপিতে যোগদান করেছেন।


১৩ জানুয়ারি, মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয় আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সেলিমা রহমান, বলিশার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, পিরোজপুর-১ আসনের ধানের প্রার্থী ও স্থায়ী কমিটি সদস্য অধ্যক্ষ আলগমীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম খান,সাধারন সম্পাদক মোঃ সাইদুল ইসলাম কিসমত,সাবেক জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদ্জ্জুামান লাভলু,সহ কেন্দ্রীয় ও জেলা বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । এসময় তারা ফুল দিয়ে তাদেরকে বরণ করেন নেন।


এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন । আন্ষ্ঠুানিক ভাবে যোগদান করেন ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু,পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন সহ ৫টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য,মহিলা ইউপি সদস্য সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা যোগদান করেন। তিন ইউপি চেয়ারম্যান জাতীয় পার্টি (জেপির) ইন্দুরকানী উপজেলা কমিটিতে আহবায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক পদে অর্ন্তভুক্ত ছিলেন।


নেতাকর্মীরা বলেন,বর্তমানে পিরোজপুর জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম বেশ জোরালো হয়েছে। বিশেষ করে পিরোজপুর-১ আসনে দীর্ঘ ২৯ বছর পর বিএনপির দলীয় প্রার্থী (অধ্যক্ষ আলমগীর হোসেন) ঘোষণা করার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এর ফলে ইন্দুরকানীসহ আশেপাশের এলাকাগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিএনপিতে যোগদানের প্রবণতা বাড়ছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে চান।


বিবার্তা/শামীম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com