
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র, মদ, নগদ অর্থ ও ওয়াকি-টকিসহ বিএনপির সাবেক নেতা ও এক সহযোগী কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আব্দুর রব তালুকদার।
গ্রেফতারকৃতরা হলেন- বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউল আজম চুন্নু (৫৪) ও তার সহযোগী মো. হৃদয় (২৭)।হৃদয় বালিয়াকান্দি সদর ইউনিয়নের শেখপাড়া গ্রামের মো. রফিক শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মশিউল আজম চুন্নু একাধিক সন্ত্রাসী ও চাঁদাবাজি মামলার আসামি। আজ দুপুরে রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একটি এয়ার রাইফেল, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল, তিনটি ওয়াকি-টকি, চারটি ওয়াকি-টকি চার্জার, দুটি দেশীয় চাকু, একটি ভরা বিদেশি মদের বোতল, তিনটি খালি মদের বোতল এবং নগদ ৩৮ হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন,আসামী মশিউল আজম চুন্নুর বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপর হামলাসহ ১৭ টি মামলা রয়েছে। আজ বিকেলে তাকে রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের সদস্যরা সদর থানায় হস্তান্তর করেছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]