সুবিধাবঞ্চিতদের বাড়ি বাড়ি কম্বল পৌঁছে দিলেন ইউপি সদস্য
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০:০৭
সুবিধাবঞ্চিতদের বাড়ি বাড়ি কম্বল পৌঁছে দিলেন ইউপি সদস্য
ঝিনাইগাতী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীতে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে সুবিধাবঞ্চিত মানুষের শীতের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করেছেন মো. জাহিদুল হক মনির নামের এক ইউপি সদস্য। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে অর্ধশতাধিক পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি। মনির ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য, একজন সাংবাদিক ও ঝিনাইগাতী বণিক সমবায় সমিতির কোষাধ্যক্ষ।


জানা গেছে, এর আগে গত কয়েকদিনে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'ভয়েস অব ঝিনাইগাতী' এর সদস্যদের নিয়ে আরও দুই শতাধিক কম্বল উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিতরণ করেন তিনি।


বিতরণে ঝুঁকিতে থাকা মানুষ, বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অসুস্থ ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়।
গভীর রাতে জনপ্রতিনিধিকে নিজ বাড়িতে উপস্থিত দেখে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।


রামেরকুড়া গ্রামের মো. ছালু মিয়া বলেন, মনির মেম্বার এক নজির সৃষ্টি করলেন। মেম্বারদের কাছে গিয়েও কিছু পাওয়া যায় না। আর এ তীব্র শীতে আমার বাড়িতে এসে কম্বল দিয়ে গেলেন। আমি দোয়া করি আল্লাহ তার মঙ্গল করুক, ভবিষ্যতে আরও বড় হোক।


ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির বলেন, 'শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্ট পায় গরিব ও অসহায় মানুষ। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত ও স্বেচ্ছাসেবী সংগঠন 'ভয়েস অব ঝিনাইগাতী' এর প্রধান পৃষ্ঠপোষক ড. জাফর ইকবালের সহায়তায় কম্বল বিতরণ করেছি। যতদিন শীত থাকবে, ততদিন সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। '


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com