
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে আমদানিকৃত ওষুধ রাখায় তিন প্রতিষ্ঠান কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বহরপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর রাজবাড়ী সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
যে সব প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়- মেসার্স বহরপুর ফার্মেসির থেকে ৫ হাজার,মেসার্স মাসুদ ফার্মেসীর থেকে ৩ হাজার ও মেসার্স ফাতেমা ফার্মেসীর থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার ও ফার্মেসি তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।এ সময় তিন ফার্মেসির থেকে অবৈধ ভাবে আমদানি ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়।সেই সাথে উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]