নরসিংদীতে যাচাই বাছাইয়ে অসম্পূর্ণ মনোনয়ন সংশোধনের পর রাতে বৈধ ঘোষণা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ২২:৫৫
নরসিংদীতে যাচাই বাছাইয়ে অসম্পূর্ণ মনোনয়ন সংশোধনের পর রাতে বৈধ ঘোষণা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে তিনটি আসন নরসিংদী -১ (সদর), নরসিংদী -৩ (শিবপুর) ও নরসিংদী-৫ (রায়পুরা) এর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ৩ ধাপে তিনটি আসনের মোট ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।


এসময় যাচাই বাছাইয়ে মনোনয়ন অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হওয়ায় রিটার্নিং কর্মকর্তার পক্ষ হতে ব্যাখ্য চাওয়া হয় নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা, নরসিংদী-১ (সদর) আসনে গণঅধিকারের মনোনীত শিরিন আক্তারসহ অন্যান্য অসম্পূর্ণ মনোনয়ন পত্রের। এছাড়া এসব মনোনয়নপত্রের বিষয়ে অভিযোগও উত্থাপিত হয়।


মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের হাতে সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে পত্র তুলে দেয়া হয়।


মনোনয়ন ভুল হওয়া প্রার্থীদের পক্ষ হতে বিকালেই ব্যাখ্যা ও সংশোধনী গ্রহণের ৪ ঘন্টা পর রাত ১০টায় বিএনপি, স্বতন্ত্র ও গণঅধিকারের প্রার্থীসহ অন্যান্যদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটাির্নিং অফিসার মোহাম্মাদ আনোয়ার হোসাইন। তবে ত্রুটিপূর্ণতার কারণে জাতীয় পার্টিসহ ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।


বাতিল বা অবৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন-নরসিংদী -১ (সদর) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা জামাল, নরসিংদী-৩ (শিবপুর) আসনে জনতার দল মনোনীত প্রার্থী এনামুল হক ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনে স্বতন্ত্র প্রার্থী মো: গোলাপ মিয়া ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মো: মশিউর রহমান।


৪ ঘন্টা অপেক্ষার পর রাত ১০টায় স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধার মনোনয়ন বৈধ ঘোষণা করে রিটাির্নিং অফিসারের দেয়া পত্রে উল্লেখ করা হয়-


“মনোনয়নপত্র গ্রহণ/বাতিলের কারণসমূহ:-


জনাব মোঃ আরিফ-উল-ইসলাম মৃধা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নের ১ম খন্ডের ৩য় অংশ (মনোনীত প্রার্থী কর্তৃক ঘোষণা) পূরণ না করে মনোনয়নপত্র দাখিল করেছেন। বাছাইকালে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি বুঝতে ভুল হয়েছে এবং ক্ষমা প্রার্থনা করেছেন। পরবর্তীতে লিখিত আবেদনের মাধ্যমে মনোনয়ন ফরমের উক্ত অংশ পূরণ করে দাখিল করেন।


সার্বিক পর্যালোচনায় দাখিলকৃত তথ্য সঠিক প্রতীয়মান হওয়ায় এবং অন্য কোন ব্যক্তি বা সংস্থা কর্তৃক ভিন্ন কোন আপত্তি/দাবি উপস্থাপিত না হওয়ায় মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গণ্য করা হলো।”


একইভাবে দেয়া প্রযোজ্য পত্রে বৈধ ঘোষণা করা হয় বিএনপি ও গণঅধিকারের প্রার্থীর মনোনয়ন পত্র।


জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, আমরা চেষ্টা করেছি ছোটখাট ত্রুটির কারণে যাতে কারও মনোনয়ন বাতিল না হয়। প্রাথমিকভাবে যেসব ছোট ত্রুটি পাওয়া গেছে সেসব ব্যাখা চেয়ে ও সংশোধনের সুযোগ দিয়ে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৪ জনের মনোনয়ন অসম্পূর্ণ থাকায় বাতিল ঘোষণা করা হয়।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com