রাজবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একজনের মৃত্যু
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৪০
রাজবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একজনের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্যবসায়িক কাজে কুষ্টিয়া গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারালেন মো: রনজে খা (৪৫) নামে এক ব্যক্তি।সে রাজবাড়ীর পাংশা উপজেলা হাবাসপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার।


শনিবার (৩ জানুয়ারি) দুপুরে অজ্ঞান অবস্থায় কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাট গামি একটি লোকাল বাস থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।


স্থানীয় ও যাত্রীদের মধ্যে জানা যায়, নিহত রনজে খা সকাল সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়ার চৌরহাস মোড় এলাকা থেকে একটি লোকাল বাসে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেন।


পথিমধ্যে বাসের ভেতরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে বাসের যাত্রীরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহতের চাচা আরশেদ আলী বলেন, গতকাল বাড়ি থেকে কুষ্টিয়া গিয়েছিল রনজে ব্যবসার টাকা আনতে।আজ সন্ধ্যায় খবর পাই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে তার ছবি দেখে আমরা চিনতে পারি।আমরা রনজের লাশ আনতে গোয়ালন্দ যাচ্ছি।


গোয়ালন্দ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির কোনো চক্র চেতনানাশক প্রয়োগ করে তাকে অচেতন করে সর্বস্ব লুটে নিতে পারে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি অজ্ঞান পার্টির কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com