
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর দুইটি আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীতা যাচাই বাছাই শেষে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার সুলতানা আক্তার এ ঘোষনা দেন।
এ সময় রাজবাড়ী-১ আসনে দাখিলকৃত ৪ প্রার্থীর ৪ জন এবং রাজবাড়ী-২ আসনে ১২ প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়।
রাজবাড়ী-১ আসনে বৈধ ৪ প্রার্থী হলেন, বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জামায়াতে ইসলামীর মোঃ নূরুল ইসলাম, জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস।
রাজবাড়ী-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির হারুন-অর-রশিদ, বিএনপির বিদ্রোহী (সতন্ত্র) সাবেক এমপি মো. নাসিরুল হক সাবু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ হারুন-অর-রশিদ, জাতীয় পার্টির মো. সফিউল আজম খান, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ, এনসিপির জামিল হিজাজী, খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম।
বাতিলকৃত প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলনের মো. আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ কুতুব উদ্দিন, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল মালেক মন্ডল, বিএনপির বিদ্রোহী (সতন্ত্র) মো. মুজাহিদুল ইসলাম ও সতন্ত্র সোহেল মোল্লা।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]