
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান জেলার লামা উপজেলায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে প্রচারাভিযান সম্পন্ন হয়েছে।
বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) এমপাওয়ারম্যান্ট প্রকল্পের উদ্যোগে ও নাগরিকতা: সিভিক এনগেইজমেন্ট ফান্ডের অর্থায়নে গত মঙ্গলবার দুুপুরে উপজেলা শহরে অনুষ্ঠিত সমাপনীর প্রচারাভিযানের সাইকেল র্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
এতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, সরকারি মাতামুহুরী কলেজ শিক্ষক মুজিবুর রহমান মানিক ও অংথিং রাখাইন, প্রকল্পের সহকারি কর্মকর্তা মেহেরুন্নেচ্ছা, সরকারি বেসরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ স্কুল কলেজ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসর মো. মঈন উদ্দিন বলেন, ‘নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগই পারে সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে। আমরা প্রত্যেকে দায়িত্বশীল হলে নিরাপদ সমাজ গড়া সম্ভব।’
এর আগে ২৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত উপজেলার গজালিয়া, সরই, ফাঁসিয়াখালী, ফাইতং, আজিজনগর ও রুপসীপাড়া ইউনিয়নেও একইভাবে নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত হয় বলে জানান প্রকল্পের সহকারি কর্মকর্তা মেহেরুন্নেছা। তিনি বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, সামাজিক সচেতনতা সৃষ্টিসহ প্রযুক্তিনির্ভর হয়রানি প্রতিরোধ করতেই এ প্রচারাভিযান।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]