ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে ডায়রিয়া ও শিশু বিভাগে ভয়াবহ সংকট
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ২০:৫৫
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে ডায়রিয়া ও শিশু বিভাগে ভয়াবহ সংকট
বেড নেই, ওষুধ নেই, নার্সদের উপর বাড়তি চাপ, চিকিৎসকের রাউন্ডও সীমিত!
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ও শিশু বিভাগে ভয়াবহ সংকট দেখা দিয়েছে। মাত্র ৪৫টি বেডের বিপরীতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে। বেড সংকট, ওষুধ ঘাটতি, নার্স সংকট ও চিকিৎসকের রাউন্ড সীমিত সব মিলিয়ে হাসপাতালের সেবায় নেমে এসেছে চরম বিপর্যয়।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত ডায়রিয়া বিভাগে ২০ বেডের বিপরীতে ভর্তি আছেন ৮৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৫ জন, রিলিজ পেয়েছেন মাত্র ৩৫ জন। অন্যদিকে শিশু বিভাগে ২৫ বেডের বিপরীতে ভর্তি ৩৯ শিশু রোগী; নতুন ভর্তি ১২ জন এবং রিলিজ ৩১ জন। NICU-এর ১১টি বেডের মধ্যে ভর্তি ৫ জন, খালি রয়েছে ৬টি।


হাসপাতালের দুই বিভাগেই প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। ডায়রিয়া বিভাগে Inj. Cipro, Metro, Meropenem, Fluclox, Kacin, I/V Cannula, Saline Set, Windel Plus, Bodicort এবং শিশুদের জন্য জরুরি Syp. Zinc এসব একেবারেই নেই। সীমিতভাবে পাওয়া যাচ্ছে Inf. Kolera Saline, Inj. Ceftriaxone, Omeprazole, Emistat, Cotson, Microbore Set, Syp. Napa, Syp. Fexo, Syp. Tofen ও ORS।


শিশু বিভাগেও নেই Meropenem, Fluclox, Kacin, Cotson, Baby Saline, Electrodex, 10% DA, Microbore Set, I/V Cannula (24), Windel Plus ও Bodicort। সীমিতভাবে পাওয়া যাচ্ছে কেবল Inj. Ceftriaxone, Omeprazole, Emistat, Tazid, Syp. Napa ও Syp. Fexo। শীতের সময় শিশু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অ্যান্টিবায়োটিক ও জিংক সিরাপের অভাব হাসপাতালের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করেছে।


দুই বিভাগে মেডিসিন ও শিশু কনসালটেন্টসহ মোট ১০ জন চিকিৎসক প্রতিদিন সকালে রাউন্ডে এলেও বিকেল বা রাতে আর রাউন্ডে আসেনা। ফলে রোগীদের ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্ট, সাপোর্টিভ কেয়ার ও জরুরি ক্লিনিক্যাল সিদ্ধান্ত নিতে দেরি হয়। বিশেষ করে শুক্রবার কোনো কনসালটেন্ট বা মেডিকেল অফিসারের রাউন্ড না থাকায় রোগীদের চিকিৎসায় ঝুঁকি বাড়ছে।


এদিকে দুই বিভাগের ইনচার্জসহ মোট ২২ জন নার্স দ্বিগুণ-তিগুণ চাপ নিয়ে সেবা দিচ্ছেন। ১২৭ রোগীর তিন বেলা ইনজেকশন পুশ, ওষুধ সেবন, স্যালাইন ব্যবস্থাপনা সব মিলিয়ে নার্সদের ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়েছে, যা স্বাভাবিক সেবা নিশ্চিত করতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।


হাসপাতালে সরকারি ওষুধের ঘাটতি থাকায় নিম্ন আয়ের রোগীদের জন্য পরিস্থিতি আরও দুঃসহ হয়ে উঠেছে। সকালে সামান্য পরিমাণে ওষুধ মিললেও বিকেল ও রাত থেকে প্রায় সব ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে, যা অনেক পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। ফলে বহু শিশু প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে গুরুতর ঝুঁকিতে পড়ছে।


ব্রাহ্মণবাড়িয়ার জনসংখ্যা ৩৫ লাখ ছাড়ালেও জেলার একমাত্র সরকারি হাসপাতালটি এখনও ২৫০ শয্যাগত। রোগীর চাপ অনুযায়ী হাসপাতালটিকে জরুরি ভিত্তিতে ৫০০ শয্যায় উন্নীত করা প্রয়োজন বলে দাবি জানিয়েছেন সচেতন মহল।


ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালের ডায়রিয়া ও শিশু বিভাগে চলমান সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে সচেতনতা মহল। তাদের অভিযোগ, ওষুধ ঘাটতি, সীমিত বেড, পর্যাপ্ত জনবল না থাকা, চিকিৎসকদের অনিয়মিত রাউন্ড এবং মনিটরিংয়ের অভাবে রোগীরা চরম দুর্ভোগে পড়ছে।


সচেতন মহল জানিয়েছে, ডায়রিয়া ও শিশু বিভাগের জন্য জরুরি অ্যান্টিবায়োটিক, স্যালাইন, শিশুদের ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের দ্রুত বরাদ্দ নিশ্চিত করা জরুরি। প্রতিদিন সকালে ও রাতে চিকিৎসকদের নিয়মিত রাউন্ড চালু করা এবং বন্ধ থাকা শুক্রবারের রাউন্ড পুনরায় শুরুর প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেছেন।


এ ছাড়া নার্সদের অতিরিক্ত চাপ কমাতে অতিরিক্ত নার্স নিয়োগ বা সাময়িক ডেপ্লয়মেন্ট, ওষুধ-সরঞ্জাম সংকট সমাধানে কার্যকর প্রশাসনিক উদ্যোগ ও মনিটরিং টিম গঠন এবং আউটডোরের পাশাপাশি ইনডোর সেবায় প্রশাসনিক কর্মকর্তাদের নিয়মিত মনিটরিং নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।


এব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সাপ্লাই আছে৷ কিছু সরঞ্জাম বাহির থেকে কিনতে হচ্ছে, যা আমাদের এখানে নেই। শীতের কারনে রোগী বেড়েছে। চিকিৎসকরা প্রতিদিনই রাউন্ড দেই৷ শুক্রবারের অনকলে চিকিৎসকরা রাউন্ড দিতেছে এবং ছুটির দিন শুক্রবারও চিকিৎসকরা এখন থেকে ইনডোরে রাউন্ডে দিবে৷


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com