
বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিনামুল্যে ১ হাজার ৩০টি গবাদিপশুকে টিকা প্রদান করা হয়েছে।
বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র চট্টগ্রাম অঞ্চলের সিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী বাঙ্গালী পাড়া, লামা সদর ইউনিয়নের মন্ডপাড়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্লাা পাড়ার উপকারভোগী গৃহস্থের পালিত গবাদিপশুকে এ টিকা প্রদান করা হয়।
একই সময় প্রদান করা হয় ২৬০টি কৃমিনাশক টিকা সহ ১৯ জন গৃহস্থের গবাদিপশুকে চিকিৎসা প্রদান।
১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলে। উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা উসুই থোয়াই মার্মা টিকা প্রদান করেন।
এ সময় প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরাসহ মাঠ সহায়কগন উপস্থিত ছিলেন। প্রকল্পের লামা উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা বলেন, জনগণের সচেতনতার বৃদ্ধি ও পশুপালনের ক্ষয়ক্ষতি এড়াতে গত অক্টোবর থেকে সেপ্টেম্বর ২০২৭ বছর পর্যন্ত লামা সদর ইউনিয়নের ৫ টি পাড়া, রূপসীপাড়া ইউনিয়নের ১৩ টি পাড়া ও ফাঁসিয়াখালি ইউনিয়নের ৮টি পাড়ায় মোট ৫২টি টিকাদান কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]