সরাইলে মাদ্রাসার ছাত্রকে মারধরের অভিযোগ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৩
সরাইলে মাদ্রাসার ছাত্রকে মারধরের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদ্রাসার ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আহত মোঃ রোহান (০৬) মাদানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র ও পাকশিমুল গ্রামের সৌদি প্রবাসী আবদুল হান্নানের ছেলে। এখন ব্রাহ্মণবাড়িয়া একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।


ঘটনাটি ঘটেছে গত সোমবার উপজেলার পাকশিমুল মাদানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায়। এ ঘটনায় ছাত্রের নানা হিরা মিয়া ওইদিন রাতে সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিক্ষক মাওলনা অলি উল্লাহ লাদেন (৩৫) এর বিরুদ্ধে।


ভুক্তভোগী ছাত্রের নানা হিরা মিয়ার বলেন, রোহান আমার মেয়ের ঘরের নাতি, দুই সপ্তাহ আগে তাকে এই মাদ্রাসায় ভর্তি করি। গত সোমবার দুপুরে অন্যান্য দিনের মত বাড়ি ফিরেনি রোহান তাই আমরা মাদ্রাসায় খোঁজ নিতে গিয়ে দেখি তাকে আটক করে রেখেছে। আমার নাতি ক্লাশ চলাকালে বের হতে চাওয়ায় মাদ্রাসার শিক্ষক অলিউল্লা লাদেন তার উপর উত্তেজিত হয়ে বেত দিয়ে প্রচুর আঘাত করে। এতে রোহানের পিঠ, গলা ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও রক্ত জমাট জখম হয়। অবস্থা খারাপ দেখে রাতে তাকে সরাইল হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। এ বিষয়ে আমরা আইনগত শাস্তি দাবি করছি।


এ বিষয়ে পাকশিমুল মাদানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক মাওঃ অলি উল্লাহ লাদেন বলেন, দুই শিশু ঝগড়া থামাতে গিয়ে রোহানকে বেতের আঘাত করতে হয়েছিল। কিন্তু বেতটা ভাঙ্গা থাকায় তার শরীরে বিভিন্ন জায়গায় জহম হবে বুঝতে পারি নাই।


সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূইয়া বলেন, একটি মাদ্রাসার ছাত্রকে মারধরের অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/আকঞ্জি/এসএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com