বিজয়নগর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:০৩
বিজয়নগর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ - বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করা হয়েছে।


গত ৯ ডিসেম্বর আনুমানিক ২২টা ২৫ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ - বিজিবি) এর লক্ষীপুর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০০১/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মনিপুর অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ভারতীয় ইয়াবা-২,০৩৫ পিস এবং মদ-১৫ বোতল জব্দ করে। যার সিজার মূল্য- ৬,৩৩,০০০ টাকা।


একই দিন আনুমানিক ২২টা ৪০ মিনিটে সিংগারবিল বিওপির টহলদল সীমান্ত পিলার-২০১৭/এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার নোয়াবাদী মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা-২৪ কেজি আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গাঁজার সিজার মূল্য- ৮৪,০০০ টাকা।


উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ - বিজিবি) সর্বমোট ৭,১৭,০০০ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়েছে।


উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫- বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com