
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাবাড়িয়া নামক এলাকায় তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আজহার মিয়া (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের এই ঘটনা ঘটে। নিহত আজহার ওই তেলবাহী লরির হেলপার ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাতে সিলেট থেকে ঢাকামুখী একটি তেলবাহী লরি রাজাবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার আজহার মিয়া মারা যান এবং লরিচালক আহত হন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে খাঁটিহাতা হাইওয়ে থানায় রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]