সরাইলে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫’ পালিত
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:৫১
সরাইলে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫’ পালিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস - ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।


উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আইয়ুব খান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুবকর সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মূধা আহমেদুল কামাল, সরাইল থানা পরিদর্শক ( তদন্ত) মো.জহিরুল ইসলাম।


এছাড়াও উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা জামায়াত ইসলামী আমির মো. এনাম খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসাইন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মানিক, মাওলানা মইনুল ইসলাম খন্দকার, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা মাধ্যমিক অফিসের, ইতি বেগম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ডিউটি আক্তার, উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুল হক, সরাইল উপজেলা রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সাংবাদিক মো.শরিফ উদ্দিন,সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com