
র্যাব-৯ ও র্যাব-৩ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দাফনকে কেন্দ্র করে হামলার ঘটনায় 'নাসির উদ্দিন’ হত্যা মামলার ১ জন আসামি ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা। ভিকটিমের পরিবারের সাথে বিবাদীদের পূর্ব হতে মামলা মোকদ্দমা চলছিল। ভিকটিমের প্রতিবেশী ৬ ভাইয়ের মধ্যে ৪ ভাই এক গ্রুপ অপর ২ ভাই অন্য গ্রুপে বিভক্ত।
গত ২৪/১০/২০২৫ ইং তারিখ তাদের মা মৃত্যুবরণ করলে ৪ ভাইয়ের গ্রুপ অপর ২ভাইকে লাশ না দেখিয়ে লোকজনের সহযোগিতায় অন্যায়ভাবে জোরপূর্বক মায়ের লাশের জানাজা ও দাফন সম্পন্ন করে ফেলে। এ নিয়ে ২ ভাইয়ের গ্রুপ প্রতিবাদ করলে বিবাদী পক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে জোটবদ্ধ হয়ে বাদী পক্ষের লোকজনের জান মালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে রামদা, লাঠি, লোহার রড, লোহার শাবল, ককটেল, পেট্রোল, কেরোসিন, দিয়াশলাই নিয়ে গত ২৫/১০/২০২৫ ইং তারিখ সকালে বাদী পক্ষের বাড়িতে অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২ ভাইয়ের গ্রুপের পক্ষের ভিকটিম নাসির উদ্দিনের উপর এলোপাতাড়িভাবে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। তখন বিবাদীদের মারপিটের কারণে ভিকটিম নাসির উদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয় ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত ঘটনা ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-৩, ঢাকা একটি যৌথ আভিযানিক দল গত ৮ ডিসেম্বর আনুমানিক রাত ২১.৩০ ঘটিকায় ঢাকার শাহবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার মামলা নং-০১,তাং-০১/১১/২০২৫ইং; পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দাফনকে কেন্দ্র করে হামলার ঘটনায় ‘নাসির উদ্দিন’ হত্যা মামলার এজাহারনামীয় ০২নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন - হারুন অর রশিদ (৫৩), পিতা- মৃত আব্দুল আজিজ উরফে ফুল মিয়া, বিরামপুর, সদর, ব্রাহ্মনবাড়িয়া।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]