
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৫২ কেজি গাঁজাসহ একমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে র্যাব।
শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বিজয়নগর সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মো. রমজান মিয়া (৩৫), পিতা- মৃত শামসু মিয়া, আমোদাবাদ, আখাউড়া, ব্রাহ্মনবাড়ীয়া।
আটককৃত ব্যাক্তি কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে বিজয়নগর থানার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ির জন্য ঘটনাস্থলে অপেক্ষা করছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]