ন্যাযতার ভিত্তিতে সম্মামজনক আসন দিলে জোটে যাবো : নুরুল হক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২১:৪৮
ন্যাযতার ভিত্তিতে সম্মামজনক আসন দিলে জোটে যাবো :  নুরুল হক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আউটডোর মাঠে গণঅধিকার পরিষদের জনসভা ও প্রার্থী পরিচিতি সভায় ভিপি নুরুল হক নুর প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা ২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না। যদি দেশের প্রয়োজনে জোট করি- ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে জোটে যাবো।


শনিবার (৬ ডিসেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া-৫, নবীনগর সংসদীয় আসনে দলীয় প্রার্থী হিসেবে নজরুল ইসলাম নজুকে পরিচয় করানোসহ দলীয় ও জাতীয় বিভিন্ন বিষয়ে তিনি কথা বলে ট্রাক প্রতিকে আসন্ন নির্বাচনে ভোট চান।


উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সানাউল্লাহ হক। ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাইয়ূম প্রমুখ।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com