আখাউড়া মুক্ত দিবস আজ
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২০:১২
আখাউড়া মুক্ত দিবস আজ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৩০ নভেম্বর থেকে শুরু ৬ ডিসেম্বর সকালের মধ্যেই বিজয়ের খবর আসে, মুক্ত হয়েছে আখাউড়া। এক সপ্তাহের প্রবল যুদ্ধ শেষে বিজয়ের খবরে উল্লাসে ফেটে পড়ে বীর বাঙালি। স্থানীয় ডাকঘরের সামনে পতাকা উত্তোলন করা হয়।


৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস। পূর্বাঞ্চলীয় প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই আখাউড়ায়ই শায়িত আছেন শহীদ সিপাহি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের সাক্ষী হয়ে আছে একাধিক গণকবর।


তবে নো-ম্যানস ল্যান্ডে থাকা গণকবর আজও সংরক্ষিত হয়নি। এদিকে দিবসটি পালনে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়। এর মধ্যে গতকাল ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় আখাউড়া পৌর মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বালন ও ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। শনিবার (৬ ডিসেম্বর) কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, ডাকঘরের সামনে পতাকা উত্তোলন ও আলোচনাসভা।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com