
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চাঁন্দি গ্রামে চাঁন্দি প্রিমিয়ার ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলে চাঁন্দি ঈদগাহ মাঠে ফাইনালে ১ গোলে জয়ী হয় সুলতানপুর স্পোর্টিং ক্লাব।
নির্ধারিত ৫০ মিনিটের খেলা ড্র হলে ট্রাইব্রেকারে জয় নির্ধারনের সিদ্ধান্ত হয়। ট্রাইব্রেকারে চান্দি সওদাগর স্পোর্টিং ক্লাবের ২ গোলের বিপরীতে সুলতানপুর স্পোর্টিং ক্লাব ৩ গোল দিয়ে বিজয়ী হয়। টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান মো: মশিউর রহমান ভূইয়া অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন। সাবেক ইউপি সদস্য মাজহারুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা, বিশিষ্ঠ এনজিও সংগঠক এস এম শফিকুল ইসলাম। টুর্নামেন্ট ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাঁন্দি, ভাতশালা, চাপুইর, খেওয়াই, সুলতানপুর, কোড্ডা, ঘাটিয়ারা, আখাউড়া এবং বিজয়নগর উপজেলার ১৬ টি দল অংশ নেয়। চাঁন্দি গ্রামের আমেরিকা প্রবাসী মাসুদ রানার পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের আয়োজন করেন দক্ষিন আফ্রিকা প্রবাসী শুভ ইসলাম হাবিব। টুূর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
চ্যাম্পিয়ন দল পেয়েছে ওয়ালটন ফ্রিজ এবং রানার আপ দল পেয়েছে টেলিভিশন। অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। জমজমাট এ টুূর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে চাঁন্দি গ্রামছাড়াও আশপাশ এলাকার শতশত মানুষ ভীড় করেন।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]