চিলমারীতে হানাদারমুক্ত দিবস উদযাপিত
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:২৮
চিলমারীতে হানাদারমুক্ত দিবস উদযাপিত
চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে আনুষ্ঠানিকভাবে হানাদারমুক্ত দিবস উদ্‌যাপন করা হয়েছে।


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। স্বাধীনতার ৫৪ বছর পর এবারই প্রথম এ দিবসটিকে স্থানীয়ভাবে স্বীকৃতি দিয়ে পালন করা হলো।


দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সকাল সাড়ে ৭টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দিবসটি উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ সময়কালের বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চিলমারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন,‘মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। চিলমারীর বীরত্বগাথা জাতীয় পর্যায়ে পরিচিত করতে প্রশাসন কাজ করবে।’


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রবিউস সামাদ, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব আব্দুল হাই প্রমুখ।


এ ছাড়া দিবস উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। স্থানীয় মানুষ জানান, এতদিন পর দিবসটি উদযাপিত হওয়ায় চিলমারীর মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার নতুন সুযোগ তৈরি হলো।


বিবার্তা/রাফি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com