
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদীর শিবপুরে কয়েকশ কোরআনে হাফেজ নিয়ে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর উপজেলার শেরপুর জামিয়া ফারুকিয়া মাদ্রাসা ও এতিমখানায় পুটিয়া ও আইয়ুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে অন্তত ৫শ এতিম ও কোরআনের হাফেজ নিয়ে কোরআন খতমের পর দোয়া করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীসহ বিএনপির নেতৃবৃন্দ।
এসময় মাদ্রাসার শিক্ষক এবং জেলা ও শিবপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোনাজাত ও দোয়া শেষে আগামীর বাংলাদেশে বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীরা।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]